
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে (২১) ধর্ষণের অভিযোগে শশুর আহসান উল্যাহ (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে গ্রেফতারকৃত আহসান উল্যাহকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় গৃহবধূ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে শুক্রবার রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কেটিএম হাট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী দুবাই থাকেন। সে সুযোগে দীর্ঘদিন ধরে পুত্রবধূকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন শশুর আহসান উল্যাহ। শুক্রবার রাতে ওই গৃহবধূ তার শয়নকক্ষে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে কৌশলে দরজা খুলে মুখ চেপে ধরে ধর্ষণ করে বের হয়ে যান আহসান। ঘটনার পর ওই গৃহবধূ তার স্বামী, শাশুড়ি ও মাকে ঘটনা খুলে বলেন এবং সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘গৃহবধূ বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে শশুর আহসান উল্যাহকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Yo, 33win44 on the scene! I’ve been playing here for a bit. Payouts are pretty quick, which is always a good sign. Game selection is solid – got my favorites covered. Give it a go, might be your new lucky spot: 33win44