
নোয়াখালীর সদরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ (আইসিটি) আইনে মামলা করায় শিক্ষক দম্পতিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বুধবার (৫ মার্চ) সুধারাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হাতিয়ার ম্যাকপার্শ্বান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন অর রশিদ।
অভিযোগে জানা গেছে, স্ত্রীর পর্নোগ্রাফি ছবি ভাইরাল করার দায়ে গত বছরের ৫ মে সুধারাম থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন মামুন অর রশিদ । পরে বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠালে তারা দীর্ঘদিন হাজতে থাকেন। বর্তমানে আসামিরা জামিনে এসে বাদী ও তার পরিবারের লোকজনকে হত্যা করে লাশ গুম করার পরিকল্পনাসহ মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন।
আসামিরা হলেন- হাতিয়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শরীফুল ইসলাম (৫০), মধ্য রেহানিয়া আবদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন তানবীর (৩৫), কৃষি কার্যালয়ের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জসিম উদ্দিন (৪১) ও রাজের হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র মজুমদার (৪৭)।
মামুন অর রশিদ বলেন, আমার স্ত্রীর মোবাইল থেকে আপত্তিকর ছবি হ্যাক করে ভাইরাল করার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবিসহ অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন আসামিরা। এ বিষয়ে ছয়জনের বিরুদ্ধে গত বছরের ৫ মে নোয়াখালীর সুধারাম (সদর) থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করি। এরপর থেকে আমরা প্রতিনিয়ত হুমকি পাচ্ছি। তাই নিরাপত্তার জন্য থানায় জিডি করেছি।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, হুমকির ঘটনায় থানায় জিডি করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: জাগো নিউজ

Looking for a direct line? bet3333link seems reliable. Gotta have a backup plan in this game! Bookmark it, you might need it bet3333link.