বিনোদন ডেস্ক

টালিডের পরিচিত মুখ দেবচন্দ্রিমা। কাজ করেছেন একাধিক বাংলা সিরিজ, সিনেমাতে। শুধু তাই নয়, বলিউডেও আনাগোনা রয়েছে তার। কিন্তু হঠাৎই এক বড় বিপদের মুখে অভিনেত্রী! জানালেন, তার নিজ শহর কলকাতার বাসায় এই মুহূর্তে নিরাপদ নন তিনি!
সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে এমনই শঙ্কা প্রকাশ করেন দেবচন্দ্রিমা। সেই ভিডিওতে অভিনেত্রী জানান, এক ব্যক্তির জন্য তিনি একেবারে বিরক্ত। সেই ব্যক্তি আচমকাই তার বাসায় চলে যান। তার যে স্টাইলিস্ট বা যে ডিজাইনারের সঙ্গে অভিনেত্রী অধিকাংশ সময় কাজ করেন, তাকে ফোন করে থ্রেট দেন; রীতিমতো উত্ত্যক্ত করেন। তাই এদিন ভিডিও বার্তায় অনুরাগীদের কাছে নিজের আতঙ্কের কথা ভাগ করে নেন অভিনেত্রী দেবচন্দ্রিমা।
ঘটনা ব্যাখ্যা করে ভিডিওতে দেবচন্দ্রিমা বলেন, ‘আমি বাধ্য হয়ে এই সিচুয়েশনে এই অবস্থায় ভিডিওটা বানাচ্ছি। কারণ আমি খুব ভয় পেয়ে গেছি। অরিন্দম বলে একটি ছেলে আছে যাকে আমি ইনস্টাগ্রাম, ইত্যাদি সহ সমস্ত জায়গা থেকে ব্লক করে দিয়েছি বাধ্য হয়ে। আমি নিশ্চিত সে মানসিকভাবে সুস্থ নয়। সে নিজেকে আমার ফ্যান বা হেটার্স কোনো কিছু বলেই দাবি করে না। আমি নিজেও বুঝতে পারি না সে কি। সেই ছেলেটি আমার বাড়ি চলে আসে না বলেই। দরজা ধাক্কা দিয়ে বলে আমায় ভেতরে যেতে দাও, দেবচন্দ্রিমার সঙ্গে আমি দেখা করতে চাই। আমি জানি না মানুষের এত সাহস কী করে হয়।’
দেবচন্দ্রিমা আরও বলেন, ‘কখনও কখনও তোমরা ভালোবেসে কাছ থেকে দেখার জন্য চলে আসো। কিন্তু আমার মনে হয় না এটা ভালোবাসা, বা তার কোনো রূপ। আমি এখন রীতিমতো নার্ভাস হয়ে আছি।’ জানান তার ডিজাইনারকে ফোন করে হুমকি দেওয়া হয়। সেই বিষয়ে বলেন, ‘রুদ্র আমায় কী জামা কাপড় পরাবে সেটার জন্য ওকে ফোন করে থ্রেট দেওয়া হয়। নমিতা দিকে বারবার ফোন করে বিরক্ত করা হয়। আমাদের সবার জীবন না একদম খারাপ করে দিয়েছে একটি ছেলে। ওর কাছে ভাগ্যবশত আমার নম্বরটা নেই। নইলে বোধহয় এতদিনে অনেক কিছু হয়ে যেত।’
অভিনেত্রীর দাবি ছেলেটা মানসিক ভারসাম্যহীন। তিনি একাধিক নম্বর থেকে ফোন করেন তাকে। তার কাছে অন্তত ২০-২৫ টা নম্বর আছে শুধুমাত্র দেবচন্দ্রিমার কাছে পৌঁছানোর জন্য। অভিনেত্রী জানান, ‘আজ আমি বাধ্য হয়ে ওর সঙ্গে কথা বলি, কল রেকর্ড করি। আমার ওপর চিৎকার করতে থাকে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। কলকাতায় আমি এখন একা। পুলিশ কমপ্লেইন ইতোমধ্যেই করে দিয়েছি। সে হয়ত কারও বাড়ির ছেলে, সন্তান। আমি চাই না কারো ক্ষতি হোক। কিন্তু এরপর যদি এমন কোনো ঘটনা ঘটে সেটার জন্য আমি দায়ী থাকব না।’

Đây là một trong những nhà cái cá cược trực tuyến hàng đầu tại khu vực châu Á, đặc biệt nổi bật tại Việt Nam. Với nền tảng hiện đại, uy tín và phong phú về dịch vụ, 188v con đã nhanh chóng được mọi người ưa thích nhằm những dịch vụ đem lại những trải nghiệm giải trí đa dạng, bao gồm cá cược thể thao, sòng bài trực tuyến, bắn cá đổi thưởng nhiều trò chơi khác.
Ber365login, another login page. Hopefully the interface is seamless for you. I tested it and it loaded fine. Here’s the express lane right here: ber365login