
মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে হামলাস্থলে গেলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। এ সময় তিনি আহত ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে মাথায় ব্যান্ডেজ নিয়ে জাহাজমারা বাজার ঘুরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি।
এ সময় হান্নান মাসউদ বলেন, পালিয়ে যাওয়ার লোক আমরা নই, মৃত্যুর জন্য প্রস্তুত আছি। জন্ম যেখানে মৃত্যুও সেখানে হবে ইনশাআল্লাহ। এ মাটির প্রতি আমার দায় আছে, দরদও আছে। এই মাটির মানুষের প্রতি ভালোবাসাও আছে। আমরা সন্ত্রাসকে কোনো জায়গা দেব না। প্রয়োজনে আমরা বারবার আঘাত পাব তবুও হাতে লাঠি নেব না এবং আগামীর রাজনীতিতে হাতিয়ার মানুষ লাঠিয়ালদের না, শান্তিপ্রিয়দের জায়গা দেবে।
তিনি আরও বলেন, আমরা সমাজ পরিবর্তনের কথা বলি, সুষ্ঠু রাজনীতির কথা বলি। আমরা বলি পরিবর্তন দরকার। গতকাল এই জায়গায় বিরোধী দলের নেতারা বক্তব্য দিচ্ছে আপনাদের (বিএনপি) সহ্য হচ্ছে না। তাহলে ভোটের দিনে ভোটকেন্দ্র দখল করবেন যাতে ভোট না দিতে পারে। আপনাদের মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কোথায়? আপনারা বলেন আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করছি। কিন্তু আপনাদের অঙ্গে অঙ্গে আওয়ামী লীগের চরিত্র দেখা যাচ্ছে। আপনাদের প্রত্যেকটি বৈশিষ্ট্য আওয়ামী লীগের বৈশিষ্ট্য। হাতিয়ার রাজনীতিতে কোনো সংঘাত চাই না। আমরা অন্যায়ের বিরুদ্ধে এবং চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করব। এর জন্য যদি আঘাত কিংবা মৃত্যু হয় তাহলে হব। আমি বারবার বলছি আমরা মারামারিতে বিশ্বাসী নই, আমরা শান্তিতে বিশ্বাসী।
Good https://t.ly/tndaA
Awesome https://is.gd/N1ikS2
Very good https://is.gd/N1ikS2
Good https://is.gd/N1ikS2
Awesome https://is.gd/N1ikS2
Very good https://is.gd/N1ikS2
Good https://is.gd/N1ikS2
Awesome https://is.gd/N1ikS2