বেসরকারি ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগ দেবে। ব্যাংকটি ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগে লোকবল নিয়োগ দেবে। এ বিভাগে ‘ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজার পদে কতজন নিয়োগ পাবেন, তা নির্ধারিত নয়। আগ্রহী ব্যক্তিদের আবেদন করতে হবে অনলাইনে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। ৪ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।

JF777 is the real deal, folks. I’ve seen some good payouts and the site is pretty slick. Get in on the action at jf777 and maybe you’ll strike gold!