
আব্দল বাসেত, স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয় দস্যু নুরুল ইসলাম কর্তৃক প্রবাসীর বাড়িতে নির্মাণ কাজে বাধা, অবৈধ জবর দখল ও হামলার অভিযোগ এনে পরিবারের অসহায় নারীরা সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের রামপুর গ্রামের নিজ বাড়িতে প্রবাসী ফরহাদ ও ফারুকের ভুক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এসময় ওই প্রবাসীদের মা সুজিয়া খাতুন বলেন, আমার স্বামী নেই, দুই ছেলে সৌদি প্রবাসী। ছেলেদের বউ ও বাচ্চাদের নিয়ে বাড়িতে থাকি। এর মধ্যে আমার ছোট ছেলে ফরহাদ দেশে থাকাকালীন একই এলাকার প্রতিবেশী নুরুল ইসলামের বোন নুর নাহার বেগমের কাছ থেকে তাদের ওয়ারিশী সম্পত্তির ৮ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমিটা আমাদের বাড়ির সঙ্গে লাগোয়া। বর্তমানে নুরুল ইসলাম অবৈধভাবে ওই জমি দখল করে নিজেদের নামে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। এলাকাতে তিনি প্রভাব বিস্তার করে অবৈধভাবে অনেকের জায়গা জমি দখল করে নিয়েছেন। আমরা আমাদের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে নুরুল ইসলাম বাধা দেন। এসবের প্রতিকার চাইতে গেলে উল্টো আমাদের বাড়ির নারীদের ওপর হামলা করতে আসে, অশ্লীল অঙ্গভঙ্গিতে গালমন্দ করে। থানায় গিয়ে উল্টো আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছেন। যেকোনো মুহূর্তে আমাদের বাড়িতে বড় ধরনের হামলা ভাঙচুর করবেন বলে হুমকি দিয়ে আসছেন।
সুজিয়া খাতুন আরও বলেন, আমাদের বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় নারী ও শিশুদের নিয়ে আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় আছি। আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, এ নিয়ে পরে কথা বলবো। এখন আমার সময় নাই।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এরকম জমি সংক্রান্ত বিরোধের জেরে নোয়াখালী সদর উপজেলায় কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরাপুর গ্রামে প্রবাসী সুমনের বাড়িতে প্রতিপক্ষের লোকজন ভাড়াটে সন্ত্রাসী দিয়ে প্রকাশ্য দিবালোকে আধাঘণ্টা ধরে হামলা ভাঙচুর ও লুটপাট করে। তবে প্রবাসী সুমন হামলার হুমকি পেয়ে পুলিশ প্রশাসনের কাছে সহায়তা চেয়েও কোনো প্রতিকার পাননি।

Một trong những điểm nổi bật của hệ thống thanh toán tại đây là tốc độ xử lý cực kỳ nhanh chóng. 188v Giao dịch nạp tiền thường được xử lý ngay lập tức, giúp người chơi có thể tham gia các trò ngay sau khi hoàn tất giao dịch. Đối với việc rút tiền, thời gian xử lý cũng rất nhanh, chỉ từ 5-10 phút tùy vào phương thức thanh toán mà bạn chọn.
2uuu’s a strange one, I’m not gonna lie. The website is straightforward, but the interface is a touch outdated. Worth checking it out if their offerings align with your search at 2uuu.