
নোয়াখালী সদর উপজেলায় ঘরে ঢুকে বিএনপি নেতা জিয়াউল হক ইনুর মা তাছলিমা বেগম রোজিকে (৬০) কুপিয়ে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। মূলত চুরি করতে দেখে ফেলায় তাছলিমা বেগম রোজিকে কুপিয়ে হত্যা করা বলে স্বীকারোক্তি দেন আটক ওবায়দুল হক তারেক (৩৮) নামে এক যুবক। ওবায়দুল হক তারেক সদর বিনোদপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের আব্দুল হকের ছেলে।
গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের আলী আহমেদ ছাপরাশির বাড়িতে এ ঘটনা ঘটে। জিয়াউল হক ইনু নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।
তিনি বলেন, ঘটনাটি সম্পূর্ণ ক্লু লেস ছিল। আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি এবং ৩০ মিনিটের মধ্যে সন্দেহভাজন হিসেবে তারেককে আটক করেছি। তারেক আমাদের কাছে স্বীকার করতে চায়নি। অনেক জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করেছে। মূলত সে চুরি করতে ঘরে ঢুকেছে। এ সময় বৃদ্ধা তাছলিমা বেগম রোজি তারেককে দেখে ফেলে। যদি তারেকের পরিচয় জানাজানি হয়ে যায় তাই তারেক হাতে থাকা ধারোলো অস্ত্র দিয়ে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করে।
মোহাম্মদ ইব্রাহীম আরও বলেন, নিহতের ভাই আহসান উল্লাহ জসিম একজনকে আসামি করে মামলা করেছেন। আমরা সে মামলায় তারেককে আদালতে সোপর্দ করেছি। তারেক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবে বলে আমাদের জানিয়েছেন।

If you’re lookin’ for sports betting or casino games, 888WinBet’s got a pretty decent selection. The odds seem fair, and I haven’t had any issues with withdrawals. Check it out for yourself: 888winbet. Always gamble smart!