
নোয়াখালীতে ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ নিয়ে গত ২১ দিনে ১৫৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২ মার্চ) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। এর আগে, শনিবার জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী। তার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সুধারাম মডেল থানার ১১ জন, হাতিয়া থানা থেকে তিনজন, চরজব্বর থানা থেকে চারজন এবং বেগমগঞ্জ, সেনবাগ ও হাতিয়া থানা থেকে একজন করে গ্রেপ্তার করা হয়। এসব অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ একযোগে কাজ করছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, অপারেশন ডেভিল হান্ট গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় পুলিশের ২৭টি টহল, যৌথবাহিনীর পাঁচটি টহল ও ১৯টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত ২১ দিনে ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: ঢাকা পোষ্ট

Alright, k1games popped up in my feed and I gave it a shot. Not bad, has a good selection and easy to navigate. Seems legit. Give it a whirl! k1games.