১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইংয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (০১মে) বিকাল সাড়ে তিনটায় নোয়াখালী সুধারাম মডেল থানার সামনে থেকে শুরু হয়ে র্যালি টি সুপার মার্কেটের মোড়, টাউন হলের মোড় সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পিটিআই স্কুলে সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

উক্ত আলোচনা সভা ও শ্রমিক সমাবেশে নোয়াখালীর বিভিন্ন পরিবহন শ্রমিক, রিক্সা শ্রমিক, ডেল্টা জুট মিলস শ্রমিক, দিনমজুর সহ কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করে। উক্ত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও দক্ষিনাঞ্চলে অন্যতম সংগঠক নফিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে নফিউল ইসলাম বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং দাবিদাওয়া আদায়ে এনসিপি সব সময় পাশে থাকবে। এনসিপি হবে একটি শ্রমিক বান্ধব সংগঠন। মালিক শ্রমিকের একসাথে হয়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে চায়। শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের সাথে আমাদের আলোচনা অব্যাহত রাখবো।

এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি গুলশান থানা প্রতিনিধি ফয়সাল হোসেন, জাতীয় নাগরিক কমিটি নোয়াখালীর অন্যতম সদস্য হুসেইন আহমেদ গালিব, জুলাই আহত তানভীর হাসান, শ্রমিক নেতা রাশেদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা সিনিয়র মূখ্য সংগঠক নাহিদা সুলতানা ইতু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার যুগ্ম সদস্য সচিব মাহমুদুল হাসান রাফি, বিপ্লবী কবি স্বাধীন জসিম প্রমুখ।
Cool partnership https://shorturl.fm/a0B2m
Top https://shorturl.fm/YvSxU
Awesome https://shorturl.fm/5JO3e
https://shorturl.fm/5JO3e
https://shorturl.fm/A5ni8
https://shorturl.fm/YvSxU
https://shorturl.fm/68Y8V
https://shorturl.fm/A5ni8
https://shorturl.fm/5JO3e
https://shorturl.fm/6539m
https://shorturl.fm/A5ni8
https://shorturl.fm/68Y8V
https://shorturl.fm/YvSxU
https://shorturl.fm/YvSxU
https://shorturl.fm/A5ni8