
অদ্য রোজ সোমবার আইএবি জেলা কার্যালয়ে শাখা জয়েন্ট সেক্রেটারী মুফতি নুরুল হক সিদ্দিকীর সঞ্চালনায়,
শাখা সেক্রেটারী মাওলানা রিয়াজ হোসাইনের সভাপতিত্বে পৌর সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ইসলামি আন্দোলন বাংলাদেশ নোয়াখালী (দক্ষিণ) সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফিরোজ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ইসলামি আন্দোলন বাংলাদেশ নোয়াখালী দক্ষিণ জেলা শাখার সেক্রেটারী অধ্যক্ষ হাফেজ কাউছার আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক প্রভাষক দিদার হোসাইন।
প্রধান অতিথি তিনার বক্তব্যে বলেন,
দেশে শান্তি-শৃঙ্খলা -ধর্ষণরোধ-হবে মানুষদের সচেতন করার দ্বারা,
এর জন্য প্রয়োজন দাওয়াত,
দাওয়াতের মাধ্যমেই সম্ভব চাঁদাবাজি -খুন-ধর্ষণ সহ সকল অনৈতিক – কাজ সমূলে নি:শেষ করা।
বিশেষ অতিথি তিনার বক্তব্যে, উল্যেখ করেছেন,যে বাংলাদেশ এখন একটি ক্লান্তিময় মুহুর্ত অতিক্রম করছে।
আমাদের সকল নাগরিক দের উচিত,
সোচ্চার হওয়া,
ঐক্যবদ্ধ হওয়া।
ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই এই কাজ গুলো করে আসছে।
এবং এদেশে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মাধ্যমে সুখ-শান্তি,উশৃংখলা ফিরিয়ে আনা সম্ভব।
প্রধান অতিথি গত ২৩-২৪ সেশনের কমিটি বিলুপ্ত করে,
২০২৫-২০২৬ সেশনে নতুন কমিটি ঘোষনা করেন।
সভাপতি – প্রিন্সিপাল -মোদ্দাসসির হোসাইন
সিনিয়র সহ-সভাপতি -মাওলামা নাছির উদ্দিন আল মাদানী।
সহ-সভাপতি -মাওলানা রিয়াজ হোসাইন
সহ-সভাপতি মাওলানা ফখরুল ইসলাম
সেক্রেটারী -মুফতী নুরুল হক সিদ্দিকী।
জয়েন্ট সেক্রেটারী -হাফেজ আবদুল্যাহ আল মাসউদ

Downloaded the b369apk and it’s legit. Works great on my phone and makes gaming on the go a breeze. Check it out for yourself b369apk!