
পবিত্র মাহে রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর এর ঈদের আনন্দ সমাজের সবাই মিলে ভাগাভাগি করে নেওয়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী, নোয়াখালী শহর শাখার ২নং ওয়ার্ড এর উদ্যোগে আমাদের সাধ্যের মধ্যে সামান্য ঈদ উপহার ![]()
সবাই আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সেই তৈফিক দান করে আমরা যেন সমাজের প্রত্যেকটা মানুষের সাথে আমাদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। উক্ত ঈদ উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী শহর বাংলাদেশ জামায়েত ইসলামীর আমীর মাওলানা ইউসুফ আরও নোয়াখালী শহর বাংলাদেশ জামায়েত ইসলামীর এসিসটেন্ট সেক্রেটারী এডভোকেট আব্দুল্লাহ আল রাকিব (চেয়ারম্যান জাপান-বাংলাদেশ হসপিটাল), ২নং ওয়ার্ড আমীর মোঃ মোতালেব হোসেন, এই সময় আরও উপস্থিত ছিলেন তরুন নেতা সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নতুন বাস স্ট্যান্ড ইউনিটের সভাপতি ও বর্তমানে ঢাকা হাজারীবাগ থানার যুব নেতা মোঃ কাউছার হোসেন মাসরুফ প্রমুখ।

Very good https://is.gd/N1ikS2
Gave 212betapp a whirl. Honestly? Not bad. The mobile experience is smooth, and the promotions are actually decent. Worth a look if you’re in the market for a new betting app. See for yourself: 212betapp